লায়ন ইফতেখার আনোয়ার (৭০)। বাড়ী চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায়। বৃহস্পতিবার (৮.১১.২০১৮) তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারে তার হার্টের বাইপাস অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের পর রোগীর সাথে হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল, হাসপাতালের কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট ডা: মিছবাহউর রহমান, ডা: স্বাগতসহ সি.আই.সি.ইউ টিমের সদস্যরা।